জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতে গত কয়েক বছরে দূষণ কমেছে ৩৩ শতাংশ। রাষ্ট্রসঙ্ঘে এবার এমনটাই রিপোর্ট পেশ করা হবে। সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে আরও কিছু তথ্য।ইউনাইটেড নেশনস কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ-এর দফতরে আর কিছু দিন পরেই রিপোর্ট পেশ করতে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ। সারা বিশ্বে দূষণের মাত্রা কমানোর লক্ষ্য নিয়ে আয়োজিত হয়েছিল এই বিশেষ কনভেনশন।২০৩০ সালের মধ্যে সেই লক্ষ্যমাত্রা পূরণই আপাতত পাখির চোখ রাষ্ট্রসঙ্ঘ। এই উপলক্ষে বিভিন্ন দেশ তাদের নিজস্ব দূষণ সংক্রান্ত রিপোর্ট তৈরি করছে। একই প্রস্তুতিতে সামিল হয়েছে ভারতও। সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে জানা গিয়েছে, ভারতে দূষণের মাত্রা কমেছে ৩৩ শতাংশ। গত ২০০৫ থেকে ২০১৯ সালের মধ্যে দূষণের হার এতটাই কমেছে বলে দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক দুই উচ্চপদস্থ কর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৪ বছরে পুনর্নবীকরণ শক্তির ব্যবহার অনেকটাই বেড়েছে। আর তার ফলেই মিলেছে এমন সাফল্য। প্রসঙ্গত, ২০৩০ সালের মধ্যে চুক্তিবদ্ধ দেশগুলিকে দূষণের মাত্রা কমাতে হবে ৪৫ শতাংশ।দূষণের মাত্রা কমানোর এই তথ্য থার্ড ন্যাশনাল কমিউনিকেশন রিপোর্টে পেশ করতে হয়। এখন ভারতের মতোই আরও বেশ কিছু দেশ এই বিশেষ রিপোর্ট তৈরিতে ব্যস্ত। রিপোর্ট ক্ষমািক, ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতি বছর ১.৫ শতাংশ হারে দূষণ কমেছে। 5/5তবে ২০১৬ থেকে ২০১৯ সালে দূষণের মাত্রা কমেছে প্রতি বছর ৩ শতাংশ করে। গ্রিন হাউস গ্যাস অর্থাত্, কার্বন ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাসগুলির পরিমাণ অনেকটাই কমানো গিয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। জীবাশ্ম জ্বালানির বদলে এখন সৌরশক্তির মতো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বেড়েছে বলেই জানানো হয়েছে রিপোর্টে।