জনতার কলম ওয়েবডেস্ক :- দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে গুগল। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক গিগাওয়াট-স্কেলের কৃত্রিম বুদ্ধিমত্তা হাব স্থাপন করতে আগামী পাঁচ বছরে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সংস্থাটি। এটি যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের সবচেয়ে বড় এআই হাব হতে চলেছে।
আজ নয়াদিল্লিতে ‘ভারত এআই শক্তি’ অনুষ্ঠানে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই নতুন এআই হাব ভারতের “ইন্ডিয়া এআই মিশন” বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, এআই এখন বিশ্বব্যবস্থার কাজের ধরণই বদলে দিচ্ছে। তাই বৃহৎ পরিসরে আইটি পেশাদারদের পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন মন্ত্রী।
অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, ডিজিটাল অর্থনীতিতে এআই-ভিত্তিক পরিষেবা এখন একটি প্রধান ক্ষেত্র হিসেবে উঠে আসছে। তিনি আশা প্রকাশ করেন, এই হাব দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রে বড় অবদান রাখবে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও গুগলের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রকল্পের সূচনা প্রমাণ করে যে, আধুনিক নীতিনির্ধারণ ও গতিশীল প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের মধ্যে একটি সুন্দর সমন্বয় গড়ে উঠছে।