Site icon janatar kalam

ভারতে উৎপাদিত ইভি এখন ১০০টিরও বেশি দেশে রপ্তানি হবে: মোদি

জনতার কলম ওয়েবডেস্ক:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার গুজরাটের হংসলপুরে মারুতি সুজুকি ইলেকট্রিক ভেহিকেল (EV) ই-ভিতারা উদ্বোধন করেছেন। এই উপলক্ষে তিনি বলেন, ভারতের তৈরি ইলেকট্রিক ভেহিকেলগুলো ভবিষ্যতে ১০০টিরও বেশি দেশে রপ্তানি করা হবে। মোদি বলেন, “এখন বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ইভি চলবে।”

প্রধানমন্ত্রী মোদি ইভেন্টে আরও বলেন, জাপানের সুজুকি কোম্পানির ভারতে উৎপাদিত ইভি কেবল দুই দেশের শক্তিশালী সম্পর্কের প্রতিফলন নয়, বরং এটি ‘ইন্ডিয়ার প্রতি বৈশ্বিক আস্থা’ ও বিশ্ববাজারে ভারতের সক্ষমতার প্রমাণ।

তিনি বিশ্বব্যাপী বিরল খনিজ পদার্থের সংকটকেও উল্লেখ করে জানান, এই পরিস্থিতি মোকাবেলায় ভারত সরকারের ‘ক্রিটিক্যাল মিনারেলস মিশন’ শুরু হয়েছে। এই মিশন দেশের ১,২০০টিরও বেশি স্থানে কার্যক্রম চালাবে।

প্রধানমন্ত্রী মোদি আরও জানান, হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোলাইট উৎপাদন কার্যক্রমও মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। তিনি বলেন, “গণেশ উৎসবের এই আবহে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ যাত্রায় একটি নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। এটি ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ লক্ষ্য অর্জনের বড় পদক্ষেপ।”

মোদি ২০১২ সালে হংসলপুরে মারুতি সুজুকি প্ল্যান্ট অনুমোদনের কথাও স্মরণ করিয়ে দিয়ে বলেন, “১৩ বছর পর এটি ‘টিনএজ’ পর্যায়ে প্রবেশ করছে। টিনএজ মানে নতুন স্বপ্নের উড়ান এবং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময়।”

আজকের দিনে মারুতি সুজুকি ভারতের প্রথম গ্লোবাল স্ট্র্যাটেজিক ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল ই-ভিতারা এর উৎপাদন শুরু করেছে। আগামী ৫-৬ বছরে কোম্পানি ভারতের উৎপাদন বাড়াতে প্রায় ৭০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এদিন মোদি টোশিবা, ডেনসো ও সুজুকির যৌথ উদ্যোগে হাইব্রিড ইভি জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন সুবিধা-এর উদ্বোধনও করেন।

প্রধানমন্ত্রী মোদি এই ইভেন্টে ভারতের ইভি শিল্পকে বৈশ্বিক পর্যায়ে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং দেশের ‘মেড ইন ইন্ডিয়া’ উদ্যোগকে বিশ্ববাজারে পরিচিত করার স্বপ্ন তুলে ধরেন।

Exit mobile version