Site icon janatar kalam

ভারতের বিরুদ্ধে আয়ারল্যান্ডের T20 সিরিজের দল ঘোষণা

জনতার কলম ওয়েবডেস্ক :- আগামী ১৮ আগস্ট থেকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। ভারতের বিপক্ষে সিরিজটি ২০২৪ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপে স্থান নিশ্চিত করার পর আয়ারল্যান্ডের প্রথম টি-২০ সিরিজ। এই দলে মূলত গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের সফল অভিযানে অংশ নেওয়া ক্রিকেটাররা রয়েছেন।তবে গ্যারেথ ডেলানির প্রত্যাবর্তনের মতো উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি রয়েছে, যিনি জুনে জিম্বাবয়েতে কব্জির চোট থেকে সেরে উঠেছেন। আয়ারল্যান্ডের জাতীয় নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেছেন, ‘স্কটল্যান্ডে সাম্প্রতিক কোয়ালিফাইং অভিযান ছিল আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের কৌশলগত পরিকল্পনার প্রথম ধাপ। বর্তমানে আমাদের প্রায় ১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে, যা এখন থেকে বিশ্বকাপের মধ্যে অনুষ্ঠিত হবে।’

 

আয়ারল্যান্ডের দলঃ পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডেয়ার, রস অ্যাডেয়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিয়ন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাককারথি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিও ভ্যান ওয়ারকম, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

Exit mobile version