জনতার কলম ওয়েবডেস্ক :- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান-ভারত সংঘাত মেটানোর দাবি নিয়ে সরব হলেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। তিনি সাফ জানিয়ে দিলেন— পাকিস্তান প্রসঙ্গে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত অতীতে মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না।
পাকিস্তান ইস্যুতে স্পষ্ট অবস্থান!
এক বিশেষ অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন—
> “১৯৭০ সাল থেকে গত ৫০ বছরে পাকিস্তান প্রশ্নে ভারত কখনোই কোনো বিদেশি মধ্যস্থতা স্বীকার করেনি। আমাদের জাতীয় ঐকমত্য সবসময় একই থেকেছে— পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা দ্বিপাক্ষিক হবে, বাইরের কেউ জড়াবে না।”
তিনি আরও জানান, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন ও কৃষকদের স্বার্থ রক্ষার প্রশ্নে কেন্দ্রীয় সরকার কোনো আপস করবে না।
ট্রাম্পকে সরাসরি আক্রমণ!
ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে জয়শঙ্কর বলেন—
> “বিদেশনীতি নিয়ে এত প্রকাশ্যে কাজ করতে আমরা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টকে দেখিনি। ট্রাম্পের পদ্ধতি প্রথাগত কূটনীতি থেকে একেবারেই ভিন্ন।”
তিনি মার্কিন শুল্কনীতির সমালোচনা করে জানান, বাণিজ্যিক কারণে ট্যারিফ বসানো স্বাভাবিক হলেও অ-বাণিজ্যিক বিষয়ে ট্যারিফ আরোপ সঠিক নয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের বার্তা!
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জয়শঙ্কর জানান, ভারত সবসময়ই চেয়েছে যুদ্ধ দ্রুত শেষ হোক। তবে সমাধান আনতে হবে সংশ্লিষ্ট পক্ষকেই। ভারত শান্তিপূর্ণ প্রচেষ্টার পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
ভারত-চীন সম্পর্ক!
চীন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন—
> “প্রত্যেক সমস্যার আলাদা সময়সীমা থাকে। সবকিছুকে একসঙ্গে গেঁথে একটি সমাধান খোঁজা ভুল। সম্পর্ককে বাস্তবতার আলোকে দেখা জরুরি।”
আত্মনির্ভর ভারতের পথে!
বিদেশমন্ত্রী জোর দিয়ে বলেন, সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারতকে এখনই একক বাজার বা সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। “আমাদের দেশে আরও বেশি কাজ করতে হবে। আত্মনির্ভরতা জটিল হলেও এটাই ভবিষ্যতের পথ,” মন্তব্য করেন তিনি।
আমেরিকা-পাকিস্তান সম্পর্ক!
আমেরিকা ও পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক নিয়েও তীব্র কটাক্ষ করেন জয়শঙ্কর। তিনি বলেন—
> “আমেরিকা-পাকিস্তানের সম্পর্ক নতুন কিছু নয়। অ্যাবটাবাদে মার্কিন সেনাদের অভিযানই প্রমাণ করে তাদের ইতিহাস কতটা জটিল।”
🔑 মূল পয়েন্টস:
পাকিস্তান প্রসঙ্গে কোনো বিদেশি মধ্যস্থতা নয়: জয়শঙ্কর
কৌশলগত স্বায়ত্তশাসন ও কৃষকদের স্বার্থে আপস হবে না
ট্রাম্পের কূটনৈতিক ধরনকে অস্বাভাবিক বললেন জয়শঙ্কর
রাশিয়া-ইউক্রেন সংঘাত দ্রুত শেষ চায় ভারত
আত্মনির্ভর ভারতের ওপর জোর
আমেরিকা-পাকিস্তান সম্পর্কের ইতিহাসকে কটাক্ষ