Site icon janatar kalam

ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রধানমন্ত্রী মোদীর প্রথম ভোট প্রদান

জনতার কলম ওয়েবডেস্ক :- নতুন সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ, যেখানে প্রথম ভোট প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী X (প্রাক্তন টুইটার) এক পোস্টে লিখেছেন, “ভোট প্রদান করলাম উপ-রাষ্ট্রপতি নির্বাচনে।”

জাতীয় জনতা দল (NDA) মুকাবিলায় মহারাষ্ট্রের গভর্নর সি.পি. রাধাকৃষ্ণানকে মনোনয়ন দিয়েছে, যিনি INDIA ব্লকের প্রার্থী সাবেক সুপ্রিম কোর্ট বিচারপতি বি. সুধেরশন রেড্ডির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।ভোটগ্রহণ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং রাম মোহন নাইডু সহ শিব সেনার সাংসদ শ্রীকান্ত শিন্ডে নির্বাচনী প্রতিনিধির দায়িত্বে রয়েছেন। ভোট গণনা শুরু হবে সন্ধ্যা ৬টায়, এবং ফলাফল রাতেই ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়াও, যিনি বর্তমানে রাজ্যসভার সদস্য, চেয়ারহুইল নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে উপস্থিত হন।

উল্লেখ্য, উপ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতির পরে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান। এই পদের জন্য মোট ৭৮১ জন সংসদ সদস্যের ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়, যার মধ্যে রয়েছে ৫৪২ জন লোকসভা নির্বাচিত সদস্য ও ২৩৯ জন রাজ্যসভা সদস্য (২৩৩ জন নির্বাচিত ও ১২ জন মনোনীত সদস্য, ৬টি শূন্য আসন রয়েছে)। প্রতিটি ভোট সমান গুরুত্ব বহন করে এবং গোপন ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ পরিচালিত হচ্ছে। জয়ী হওয়ার জন্য প্রয়োজন ৩৯১টির বেশি ভোট। এই পদে শূন্যতা সৃষ্টি হয় যখন জগদীপ ধনখড় স্বাস্থ্যগত কারণে ২১ জুলাই পদত্যাগ করেন।

Exit mobile version