Site icon janatar kalam

ভারতের আয়ুষ ও হরবাল রপ্তানি বেড়ে ৬ শতাংশ ছাড়ালো: নাড্ডা

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জানিয়েছেন, ভারতের আয়ুষ ও হরবাল পণ্যের রপ্তানি গত অর্থবছরে ছয় শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ সালে এই রপ্তানির পরিমাণ ছিল ৬৪৯ মিলিয়ন ডলার, যা ২০২৪-২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৬৮৮ মিলিয়ন ডলারের বেশি।

শেয়ার করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী বলেন, আয়ুষ এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের প্রতিষ্ঠা নতুন প্রেরণা যোগ করেছে। এটি ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ও হরবাল পণ্যের আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে বিস্তারকে আরও শক্তিশালী করেছে।

মন্ত্রী আরও বলেন, এই অর্জন ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রের জন্য একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের হাজার বছরের সুস্থতা ঐতিহ্য বিশ্বজুড়ে নতুন বাজারে পৌঁছাচ্ছে।

Exit mobile version