Site icon janatar kalam

ভারতীয় পুরুষ হকিতে ইতিহাস! এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা জয়

জনতার কলম ওয়েবডেস্ক:- ভারতের পুরুষ হকি দল রজগির, বিহারে অনুষ্ঠিত হিরো এশিয়া কাপ ২০২৫ এর ফাইনালে কোরিয়াকে ৪-১ গোলে পরাজিত করে শিরোপা জিতল। এই জয়ে আট বছর পর এশিয়ার শীর্ষস্থান ফিরে পেল ভারত। গোল করেছে

সুখজিৎ সিং (১’), দিলপ্রীত সিং (২৮’, ৪৫’) ও অমিত রোহিদাস (৫০’)। শুরুতেই সুখজিৎ সিংয়ের গোলে ভারত এগিয়ে যায় মাত্র ৩০ সেকেন্ডে। পরে দিলপ্রীতের দুটি গোলে ভারতকে আরেক ধাক্কা দেন। শেষ পর্যন্ত অমিত রোহিদাস পেনাল্টি কর্নারে গোল করে জয় নিশ্চিত করেন। কোরিয়া একটি গোল করেন ইয়াং জিহান ও সন ডাইন।

উৎসবমুখর পরিবেশে রজগির স্পোর্টস কমপ্লেক্সে জমজমাট ভিড় ছিল। জয়ী দলের খেলোয়াড়দের প্রত্যেকে পাচ্ছেন ৩ লক্ষ টাকা পুরস্কার, আর সহায়ক স্টাফ পাচ্ছেন ১.৫ লক্ষ টাকা। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষা শেষে ভারতীয় হকি আবার এশিয়ার শীর্ষে।

 

 

Exit mobile version