janatar kalam

ভারতীয় জনতা পার্টির নির্বাচনী অফিসের উদ্বোধন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের কাজকর্ম পরিচালনার জন্য ভারতীয় জনতা পার্টির নির্বাচনী অফিসের উদ্বোধন হয় শুক্রবার। এদিন রাজধানীর জগন্নাথ বাড়ির পেছনে উল্টো দিকে রাস্তার পাশে এই নির্বাচনী অফিসের আনুষ্ঠানিক সূচনা হয়। এই উপলক্ষে হয় পূজা।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক কিশোর বর্মণ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস, সহ- সভানেত্রী পাপিয়া দত্ত,

মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী মিমি মজুমদার, প্রদেশ বিজেপির সহ- সভাপতি সুবল ভৌমিক, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, লোকসভার দুই আসনেই ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। এদিন প্রচুর কর্মী – সমর্থকও অংশ নেন এই কর্মসূচীতে।

Exit mobile version