জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে শক্তি দেখাতে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চা। ২৩ মার্চ রাজধানীতে যুব রেলি ও জমায়েতের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় এনিয়ে যুব সংগঠনের প্রস্তুতি বৈঠক। এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, যুব সংগঠনের রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যরা। প্রস্তুতি বৈঠকে বিভিন্ন মণ্ডলের কার্যকর্তারা অংশ নেন।
বিভিন্ন বিষয় আলোচনা হয়। যুব সংগঠনের সভাপতি সুশান্ত দেব বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের যুবরা অনেক এগিয়ে গেছে। ভারতকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীকে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী বানানো হবে। সেই লক্ষে আগরতলায় যুব রেলি ও জমায়েত। রবীন্দ্র ভবনের সামনে থেকে রেলি করে শহর ঘুরে প্যারাডাইস চৌমুহনীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। এতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যান্য নেতৃত্ব।