Site icon janatar kalam

ভয়াবহ যান দুর্ঘটনা বেড়ে নিলো দাদু ও নাতীর প্রাণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ যান দুর্ঘটনা বেড়ে নিলো দাদু ও নাতীর প্রাণ। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। রক্তাক্ত হলো চড়িলামে জাতীয় সড়ক। আবারো যান দুর্ঘটনা। মৃত্যু হলো দাদু ও নাতীর। রক্তাক্ত হলো রাজপথ। ঘটনা রবিবার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পরিমল চৌমুহনি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে। একটি সেলেরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি এম্বুলেন্সের।

ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় চড়িলাম গ্রামীণ ব্যাংক সংলগ্ন মধ্যপাড়া এলাকার মুদি ব্যবসায়ী নারায়ণ ভৌমিকের। উনার বয়স হয়েছিল ৭৫. মারাত্মকভাবে জখম হয়েছিল ১১ মাসের শিশু আদরিক ভৌমিক। জিবি হাসপাতালে নেওয়ার গর শিশুটিও শেষ নিঃস্বাস ত্যাগ করে। আহত হন ডলি রানী ভৌমিক, সঙ্গীতা ভৌমিক এবং পিন্টু ভৌমিক। তারা একই পরিবারের।

উদয়পুর মহকুমার কাকড়াবন থেকে নিজস্ব গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে পরিমল চৌমুহনি ব্রিজ এলাকায় জাতীয় সড়কে এম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে তাদের সবাইকে রেফার করে দেওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে। জিবি তে আনার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে ১১ মাসের শিশু আদরিক।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। ওসি সুবিমল দেবনাথ আহতদের অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে দুর্ঘটনা স্থলে গিয়ে জাতীয় সড়ক থেকে এম্বুলেন্স এবং সেলেরো গাড়িটিকে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এর পর যানজট মুক্ত হয় জাতীয় সড়ক। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকস্তব্ধ চড়িলাম গ্রামীণ ব্যাংক সংলগ্ন মধ্যপাড়া এলাকা। খবর পেয়ে গোটা গ্রামের মানুষ ছুটে আসে তাদের বাড়ির সামনে।

Exit mobile version