জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের জন্য কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানানো হয় কংগ্রেসের তরফে। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান বিধায়ক সুদীপ রায় বর্মণ। এদিন কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাও। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে রাজ্যের মানুষের স্বার্থে এক গুচ্ছ মতামত দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে।
বিধায়ক এদিন বলেন, বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের মানুষের স্বার্থে সর্বদলীয় টিম দিল্লি গিয়ে রাজ্যের মানুষের জন্য কেন্দ্রের কাছে সাহায্য চাওয়ার। মুখ্যমন্ত্রী এই প্রস্তাবে কি সাড়া দেন সেই অপেক্ষায় কংগ্রেস। সুদীপ বাবু এদিন আরও বলেন, তিনি আশা করেন সরকার এই প্রস্তাব গুলির উপরে নিশ্চয় ইতিবাচক সাড়া দেবেন।
সুদীপ বাবু জানান বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে ভারি বর্ষণের আগাম সতর্কতা আই এম ডির তরফে দেওয়া হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে বিজ্ঞাপন, প্রচার না করার বিষয়টি তা তদন্ত ক্রমে পদক্ষেপ নেওয়ার। পাশাপাশি সুদীপ বাবু জানান মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে মহকুমা, বিধানসভা, জেলা স্তরে সর্বদলীয় কমিটি গঠন করে দেওয়ার। যাতে পুরো বিষয় সম্পর্কে সকলে অবগত থাকে। কোন রকম দলবাজি যাতে না হয়।