Site icon janatar kalam

ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই দুটি বসত ঘর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ২৫ লক্ষাধিক টাকা!বিশ্রামগঞ্জ থানাধীন পাথালিয়া ঘাট ডন বস্কো স্কুলের পার্শ্ববর্তী এলাকায় এক বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ভাড়াটিয়ার দুটি বসত ঘর। ঘটনা সোমবার সকালে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসেন বাড়িতে ঢোকার রাস্তা সরু হওয়ায় অনেকক্ষণ চেষ্টার পর লম্বা পাইপের সংযোগ ঘটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এই সময়ের মধ্যে বাড়ির দুইটি ঘর একেবারে পুড়ে ছাই।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুৎ পরিবাহী লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। সংবাদে আরো জানাযায় বাড়ির মালিক বাড়িতে থাকেন না দুই ভাড়াটিয়ায় আছেন বাড়িতে তাদের উপস্থিতিতেই অগ্নিসংযোগ ঘটে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নি সংযোগের কারণে। ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ারা হলো সঞ্জীত দেববর্মা,সজল দেববর্মা।

Exit mobile version