Site icon janatar kalam

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩টি দোকান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গভীর রাতে আচমকাই ভয়াবহ অগ্নি সংযোগে পুড়ে ছাই তিন দোকান। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন এক্সচেঞ্জ চৌমুহুনী এলাকায় বুধবার রাত আনুমানিক ১২টা ৩০ নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গভীর রাতে তেলিয়ামুড়ার এক্সচেঞ্জ চৌমুহুনী এলাকার স্থানীয় ব্যবসায়ী হরিধন পালের দোকান ভিটে আগুন দেখতে পায় এলাকাবাসীরা।

 

সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া দমকল দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। ততক্ষণে তিনটি দোকান আগুনের লেলিহান শিখা প্রায় গ্রাস করে নেয়। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশও। দীর্ঘ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। আগুন লাগার কারনে তিনটি দোকান ঘর সহ যাবতীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

 

এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিক ধারণা। এদিকে আগুন লাগার কারন জানা না গেলেও বিদ্যুৎ সংযোগ থেকে ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে বলে জানান দমকল দপ্তরের কর্মিরা। তদন্তের পরই এই অগ্নিকাণ্ডের সূত্রপাতের মূল রহস্য বেরিয়ে আসবে।।

Exit mobile version