জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উৎসবের প্রাকমুহুর্তেও রাজ্যে অব্যাহত রয়েছে দুর্ঘটনা। বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই ঘটছে একাধিক দুর্ঘটনা। মূলত বেপরোয়াগামি যান চলাচলের জন্যই দুর্ঘটনায় হতাহতের শিকার হচ্ছেন যানচালক থেকে শুরু করে সাধারণ মানুষ। রবিবার এমনই এক ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক জনজাতি যুবক। আহত যুবক আশিকড় দেববর্মা বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনা খোয়াইয়ের সোনাইমুড়ি এলাকায়। জানা যায়, এদিন আশিকড় স্কুটি করে মায়ের জন্য মেডিসিনের দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে বিপরীতমুখী একটি বাইকের মুকুটমুখী সংঘর্ষ হয়। আর এতে গুরুতর আহত হয় এই যুবক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আঘাত গুরুত্ব হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে জিবিতেই চলছে তার চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর তার অবস্থা খুবই আশঙ্কাজনক। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার খবরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।