Site icon janatar kalam

ভক্তি, শৃঙ্খলা ও ঐতিহ্যের মেলবন্ধনে জগন্নাথবাড়ি মন্দিরে অন্নকূট উদযাপন

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আধ্যাত্মিক ও ভক্তিময় পরিবেশে আগরতলার জগন্নাথবাড়ি মন্দিরে আজ অনুষ্ঠিত হলো পবিত্র অন্নকূট উৎসব। ধর্মীয় রীতিনীতি ও মন্দিরের নিয়মাবলি মেনে উৎসবটি যথাযথ মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়। অন্নকূট বা অন্নকুট হলো এমন এক ঐতিহ্যবাহী পূজা, যেখানে ভগবান জগন্নাথসহ অন্যান্য দেবতার উদ্দেশ্যে নানাবিধ নিরামিষ আহার নিবেদন করা হয়। এই আচার ভক্তি, কৃতজ্ঞতা ও প্রাচুর্যের প্রতীক হিসেবে পালিত হয়।

উৎসব উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত মন্দিরে সমবেত হন। ভগবানদের সামনে শিল্পসম্মতভাবে সাজানো নানারকম খাবারের প্রদর্শনী দেখেন উপস্থিত ভক্তরা। এরপর শুরু হয় ভজন ও প্রার্থনা, যার সুরে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ।

মন্দিরের এক পুরোহিত সংবাদমাধ্যমকে বলেন, “প্রতি বছরের মতো এ বছরও আমরা পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে অন্নকূট উৎসব পালন করছি। এই উৎসবের মূল তাৎপর্য কৃষ্ণের গোবর্ধন পর্বতের উদাহরণ—যিনি দেবরাজ ইন্দ্রের রোষ থেকে বৃন্দাবনের মানুষদের রক্ষা করেছিলেন।”

মন্দির কর্তৃপক্ষ জানান, উৎসবের সমস্ত আচার-বিধি ও আনুষ্ঠানিকতা ধর্মীয় প্রথা অনুযায়ী সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান জুড়ে ছিল শৃঙ্খলা, পবিত্রতা ও ভক্তির আবহ।

Exit mobile version