জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ব্লাড ব্যাংক গুলির রক্তের স্বল্পতা দূরীকরণের জন্য মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে প্রতিনিয়ত চলছে এখন স্বেচ্ছা রক্তদান শিবির। প্রায় প্রতিদিনই কোন না কোন রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এধরনের শিবির। শাসক দল বিজেপি মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বুথ স্তরে স্বেচ্ছা রক্তদান শিবির সংঘটিত করার সিদ্ধান্ত নেয়। গৃহীত এই সিদ্ধান্ত মোতাবেক রবিবার সরকারি ছুটির দিন বনমালীপুর মন্ডলের ২০ নং বুথ কমিটির উদ্যোগে আয়োজন করা হয় মানবসেবার সর্বোচ্চ অর্ঘ্য স্বেচ্ছা রক্তদান শিবিরের। এদিনের এই শিবিরে উপস্থিত থেকে রক্ত দাতাদের উৎসাহিত করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বনমালীপুর মন্ডল সভাপতিিসহ আরো অনেকে।