জনতার কলম ওয়েবডেস্ক :- লেইক চৌমুহনী বাজার থেকে রাধানগর ব্রিজ পর্যন্ত রাস্তাটি প্রতিদিনই যেন একটি “জ্যাম জঙ্গলের” রূপ নিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানবাহন চলাচল প্রায় থমকে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজের দুই পাশে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীরা বেআইনিভাবে দোকান বসিয়ে রেখেছেন। এর ফলে ট্রাফিক সিগন্যাল, ফুটপাত, এবং রাস্তাঘাটে চলাচল স্বাভাবিক হচ্ছে না।
এলাকাবাসী জানান, সাধারণ মানুষ অফিস, স্কুল বা বাজারে যাওয়ার সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে। “প্রতিদিন একই দৃশ্য, কখনও সাইকেল বা অটো, কখনও বাস আর কখনও পিকআপ ট্রাক—সবই ধীরগতিতে চলতে বাধ্য হয়। আমাদের সময় এবং শ্রম নষ্ট হচ্ছে,” অভিযোগ করেছেন স্থানীয় এক বাসিন্দা।
কিন্তু সমস্যা শুধু যানজটের নয়। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ গ্রহণ করে রাস্তার পাশের স্থান দখল করার সুযোগ দিয়ে অর্থনৈতিক সুবিধা নিচ্ছেন। ফলে আইনশৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, এবং সাধারণ মানুষ এই দখলের শিকার হচ্ছে।
সচেতন মহলের মতে, প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় পরিস্থিতি ক্রমেই আরও মারাত্মক আকার নিচ্ছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির প্রতিনিধি জানান, “নিয়ম মেনে ব্যবসা করা সকলের অধিকার। কিন্তু যারা অবৈধভাবে রাস্তায় দোকান বসাচ্ছে, তাদের নিয়ন্ত্রণ করা জরুরি। না হলে পথচারী ও নিয়মিত ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়বেন।”
এলাকাবাসী প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন, অবিলম্বে দখলদারিত্ব বন্ধ করতে হবে এবং যান চলাচল স্বাভাবিক করতে হবে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি অবৈধ দোকান এবং প্রভাবশালীদের দাপট চলতে থাকে, তাহলে এলাকায় ট্রাফিক জ্যামের সমস্যা দিনে দিনে আরও তীব্র হবে এবং জনজীবন অচল হয়ে পড়বে।