জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রেফতার হেরোইন বাজারের মূল পান্ডা। ৬ অক্টোবর গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে খোকন নমশূদ্র নামে এক ব্যক্তিকে গোয়েন্দা দপ্তর এবং ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। তার কাছ থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছিল। সেই মামলার অপর আসামি ছিল ওয়াজিদ মিয়া বয়স ৩৮ বছর। কিন্তু সে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা তখন সম্ভব হয়নি। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে ওয়াজিদ মিয়াকে ।পুলিশের জিজ্ঞাসাবাদে ওয়াজিদ মিয়া যে ব্রাউন সুগারের ব্যবসার সাথে জড়িত রয়েছে তা স্বীকার করে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ড চেয়েছে ধর্মনগর থানার পুলিশ। পুলিশের ধারণা তাকে রিমান্ডে পেলেই ব্রাউন সুগারের বড় রেকেট ধরা পড়বে ।