জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্যাংক কর্মচারী গিলে খেলো এক অসহায় পরিবারের ৪০ হাজার টাকা। ঘটনার বিবরণে প্রকাশ ,৩ থেকে ৪ বছর আগে বিশালগড় নিচের বাজার গ্রামীণ ব্যাংক থেকে সাড়ে তিন লক্ষ টাকা লোন নিয়েছিল জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা রত্না আচার্জী নামে এক মহিলা। পরবর্তী সময়ে ওই মহিলা ব্যাংকে ভিড় থাকার ফলে ব্যাংক কর্মচারী প্রীতি ভৌমিক এর কাছে ১০ হাজার টাকা জমা করে যায়।
পরে রত্না আচার্জি জানতে পারে যে তার লোনের টাকা জমা পড়েনি। এই কথা শুনে অসহায় মহিলার পরিবার বিশালগড় নিচের বাজার গ্রামীণ ব্যাংকে কান্নায় ভেঙে পড়েন এবং গ্রামীণ ব্যাংকের সরকারি কর্মচারী প্রীতি ভৌমিকের কঠোর শাস্তির দাবি করেন। জানা যায় গ্রামীণ ব্যাংক কর্মচারী প্রীতি ভৌমিকের বাড়ি বিশালগড় নারাওরা এলাকায়। সে একই কায়দায় বাঁকা পথে বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করেছে।