Site icon janatar kalam

বোতলের আঘাতে মৃত্যু হল যুবকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- .বোতল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে এক যুবককে। ঘটনা সোনামুড়া থানাধীন রামপদ পাড়ায়। অভিরাম দেববর্মা নামে ৩০ বছর বয়সী যুবকের হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতের বাবার অভিযোগ রাম বাহাদুর দেববর্মা নামে এক ব্যক্তি তার ছেলেকে মাথায় বোতল দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। তারপরেও সংজ্ঞাহীন অবস্থায় তাকে প্রথমে মেলাঘর হাসপাতালে ও পড়ে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। জিবি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। মৃতের পরিবারের দাবি অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক।

Exit mobile version