জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস ক্ষমতার জন্য লড়াই করে না। ভারতের অখণ্ডতা শান্তি- সম্প্রীতির জন্য লড়াই করে।কংগ্রেস কাউকে ভয় পায় না, কাউকে ভয় দেখায় না। বৃহস্পতিবার একথা বললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, বিভেদকামী, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য লড়াই করতে হবে।
এই লড়াইয়ে যারা শামিল হবেন তাদেরকে যোগ্য সম্মান দিয়ে কংগ্রেস দল যে নীতিতে বিশ্বাস করে সেই নীতিতে এগিয়ে যেতে হবে। তিনি বলেন আদিবাসী কংগ্রেস গ্রাম-পাহাড়ে তাদের কর্মসূচী চালিয়ে যাচ্ছে।আদিবাসী কংগ্রেস একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে ধীরে ধীরে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের সাংগঠনিক বৈঠক।
এতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী জারিতা লাইটফ্লাং, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাংখল সহ অন্যরা। এদিনের বৈঠকে এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। এদিন আদিবাসী সমাজের কিছু বিশিষ্ট লোকজন কংগ্রেসে যোগ দেন। তাদের বরণ করেন কংগ্রেস নেতৃত্ব।
এদিকে এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে জানান, তৃণমূল স্তরের নেতৃত্বের উপরে ছেড়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়াইয়ের বিষয়টি। তৃণমূল স্তরের নেতৃত্ব ঠিক করবেন কোথায় কোথায় জোট হয়ে লড়াই করবেন। তিনি এদিন অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে আক্রান্ত হচ্ছেন কংগ্রেস কর্মীরা শাসক দলের দুর্বৃত্তদের হাতে। ডুকলি ব্লক এলাকায়ও ঘটেছে এধরণের ঘটনা।