জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে প্রসার ভারতীর জনা কয়েক কর্মী । বৃহস্পতিবার প্রসার ভারতীর কর্মীদের বেতন বৃদ্ধি, স্বাস্থ্য, প্রমোশন সহ বেশ কয়েকটি দাবি নিয়ে এক প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেন আগরতলা দূরদর্শন কেন্দ্রের সামনে। এখান থেকেই কর্মীরা আওয়াজ তুলেছে বেতন বৃদ্ধি সহ আনুষঙ্গিক অন্যান্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের । বর্তমানে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে নিয়মিত কর্মীরা তাদের থেকে বহু গুণ কম বেতন পাচ্ছে প্রতিবাদ করা কর্মচারীরা । মাত্র ১৩ হাজার টাকা মাস মাইনে দিয়ে কোনক্রমে নিজেদের সংসার প্রতিপালন করে চলেছে । প্রসঙ্গত এর আগেও কর্মীরা বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন । পরিতাপের বিষয় হল কর্মচারীদের হাল পরিস্থিতি যে তিমিরে ছিল সেই তিমিরই রয়ে গেল ।