জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলার শিশু বিহার স্কুল সংলগ্ন শিশু গৃহ, রাজধানীর পার্শ্ববর্তী নতুন নগর শিশু গৃহ এবং উদয়পুর শিশু গৃহের কর্মরত কর্মচারীরা বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন। শুক্রবার তারা রাজধানী আগরতলা শিশু বিহার স্কুল সংলগ্ন শিশু গৃহে এসে এই বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ তারা দীর্ঘ ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না। অবিলম্বে যেন তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হয়। মোট ৩০ জন কর্মী বেতন পাচ্ছেন না বলে দাবী, তারা সকলে শিশু গৃহের ছোট ছোট শিশুদের দেখভালের দায়িত্বে রয়েছেন বলেও জানান।শিশু গৃহে কর্মরত ঊর্ধ্বতন এক কর্মচারী জানান রাজ্য শিশু কল্যাণ পর্ষদের অনুকূল্যে এই তিনটি গৃহ পরিচালিত হয়। মূলত এই শিশু গৃহগুলো পরিচালনার জন্য কেন্দ্র সরকার থেকে টাকা দেওয়া হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে কোন এক অজ্ঞাত কারণে টাকা পাঠানো বন্ধ রয়েছে। তাই কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না। তবে রাজ্য সরকারের তরফে আর্থিক অনুদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।এই শিশু গৃহটির পাশেই রয়েছে মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের সরকারি আবাসস্থল। এই ভিআইপি এলাকায় বিক্ষোভের খবর পেয়ে sdpo প্রসুন কান্তি ত্রিপুরা নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনা স্থলে ছুটে আসেন। তবে এসডিপিও জানান শান্তিপূর্ণ ভাবেই তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন।বেতনের দাবিতে বিক্ষোভ করলেও তারা কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেননি। শুধু তারা আবেদন করেছেন তাদের প্রাপ্য বেতন দিয়ে দেওয়ার জন্য।