Site icon janatar kalam

বেকার যুবকদের স্বার্থ সংশ্লিষ্ট ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন দাবিতে মুখ্য সচিবের উদ্দেশ্যে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন। শনিবার দুই সংগঠনের তরফে পশ্চিম জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। বেকার যুবকদের স্বার্থ সংশ্লিষ্ট ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের ৮ জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন।

তারই অঙ্গ হিসাবে এদিন উভয় সংগঠন যৌথ ভাবে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করে। দুই সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের হাতে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। ডেপুটেশনে দাবি জানানো হয় রাজ্যের বিভিন্ন দপ্তরে অসংখ্য শূন্য পদ পরে রয়েছে। এই শূন্য পদগুলি পূরণের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা, আউট সোর্সিং নিয়োগ বন্ধ করার দাবি রয়েছে। প্রতিনিধি দলে ছিলেন দুই যুব সংগঠনের নেতৃত্ব অরিন্দম বিশ্বাস, কৌশিক রায় দেববর্মা, জয়দ্বীপ রাউত সহ অন্যরা।

 

 

 

Exit mobile version