Site icon janatar kalam

বেকার ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালো বাম যুব সংগঠন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেকার ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালো বাম যুব সংগঠন। রাজ্যের বেকারদের সাথে বিজেপি সরকার নজিরবিহীন প্রতারণা করছে বলে দাবি বাম যুব নেতৃত্বের। ভবনে সাংবাদিক সম্মেলনে যুব নেতৃত্ব বলেন প্রতিনিয়ত বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। এরই প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামার প্রস্তুতি বাম যুব সংগঠন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের নেতৃত্বরা। এদিন সাংবাদিক সম্মেলনে এক ডিওয়াইএফআই সভাপতি পলাশ ভৌমিক বলেন রাজ্যের বেকারদের সাথে রীতিমতো প্রতারণা করে চলছে বিজেপি সরকার। গত সাত বছরে বিজেপি সরকারের আমলে একটি দপ্তরে নূন্যতম নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে তিন বছর সময় লাগছে। এককথায়, কচ্ছপের গতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে।

তাতে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। ইতিমধ্যে, ফায়ারম্যান এবং ফায়ার সার্ভিস পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে রাজ্য সরকার। তাঁর অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে অনেক দূর্ণীতি থাকতে পারে বলে দাবি করেন তিনি। এরই প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নামছে বাম যুব সংগঠন।

Exit mobile version