বৃষ্টির জল নিকাশি ব্যবস্থাপনায় সর্বত্র গুনগত মান বজায় রেখেই কাজ হচ্ছে: মেয়র
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘন্টাখানেকের বৃষ্টিতেই আগরতলা শহরের কদাকার রূপ বের হয়ে আসে। জল নামলেও শহরের বিভিন্ন রাস্তায় নোংরা পলি ও আবর্জনা জমে আছে। তাই শহরের বাস্তবে কি হাল তা পরিদর্শনে বের হন মেয়র। মঙ্গলবার তিনি বনমালীপুর রামঠাকুর আশ্রমের সামনে থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পর্যন্ত এলাকা পরিদর্শন করেন।
দেখা যায় ড্রাইনের নাব্যতা খুবই কম। অধিকাংশ রাস্তায় নোংরা পলি ও আবর্জনা পড়ে আছে। যদিও পুর নিগমের সাফাই কর্মীরা পরিষ্কারের কাজ করছেন। বনমালীপুর এলাকায় বরাবরই দেখা যায় সামান্য বৃষ্টিতে জল জমে যায়। নিকাশি ব্যবস্থার উন্নয়নের চেষ্টা চললেও এই এলাকায় এর প্রভাব পড়ছে না। এর ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে মানুষকে।
এদিন মেয়রের পরিদর্শন কালে এলাকাবাসীরাও ছিলেন। তারা তাদের সমস্যার কথা জানান মেয়রকে। ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ নিগমের আধিকারিকরা। মেয়র দীপক মজুমদার সরেজমিনে নিকাশি ব্যবস্থায় কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখেন। মেয়র জানান, লেভেল মেইনটেইন করে কভার ড্রেন এর কাজ করা হবে।
সর্বত্র গুনগত মান বজায় রেখেই কাজ হচ্ছে বলে দাবি করেন তিনি। কিছু কিছু জায়গায় ড্রেন নির্মাণের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হচ্ছে বলেও স্বীকার করেন। তবে কোথাও কাজ বন্ধ নেই। অধিকাংশ মানুষ সহযোগিতা করছেন।