Site icon janatar kalam

বুধবার থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পক্রিয়া শুরু 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ি বাড়ি গিয়ে ৮৫ বছর ঊর্ধ্ব ও দিব্যাঙ্গদের ভোট নেওয়া শুরু হয়েছে বুধবার থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে। দুইদিন চলবে বাড়ি বাড়ি ভোট গ্রহণ। বুধবার প্রথম লোকসভা কেন্দ্রের বিভিন্ন জেলায় এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়।

দুইজন পোলিং স্টাফ, একজন মাইক্রো অবজারভার, একজন ফটোগ্রাফার, একজন গ্রুপ-ডি এবং সেক্টর অফিসার ও পুলিশ কর্মীরা রয়েছেন ভোট গ্রহণ টিমের মধ্যে। প্রথম দিন ধলাই জেলার আমবাসা বিধানসভা কেন্দ্রেও ভোট নেওয়া হয় ৮৫ ঊর্ধ্ব ও দিব্যাঙ্গদের। ভোট সামগ্রী নিয়ে সকাল ৮ টা থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেন ভোট কর্মীরা।

আমবাসা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে চলে একই সাথে ভোটগ্রহণ। ভোটে নিয়োজিত কর্মীরা ভোটের সরঞ্জাম নিয়ে পৌঁছে যান ভোটারদের বাড়িতে। শান্তিপূর্ণভাবে নিরাপত্তা বলে বাড়ি বাড়ি চলছে ভোট গ্রহণ বলে জানান এক ভোট কর্মী।

 

 

Exit mobile version