জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বৌদ্ধ জয়ন্তী উদযাপন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজধানীর বুদ্ধ মন্দির বেনুবন বিহারে। বুদ্ধ ধর্মাবলম্বির লোকজন এতে অংশ নেন। এবছর ২৫৬৮ তম বুদ্ধ জয়ন্তী উদযাপন হবে আগরতলা বুদ্ধ মন্দির সংলগ্ন বেনুবন বৌদ্ধ বিহারে। দুইদিন ব্যাপী হবে অনুষ্ঠান।
চলতি মাসের ২২ ও ২৩ তারিখ অনুষ্ঠান হবে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে। এছাড়াও অভয়নগর দায়ক-দায়িকা প্রাচ্য বিদ্যা বিহারে বৌদ্ধ জয়ন্তী পালন করা হবে। সেখানেও হবে দুই দিনের অনুষ্ঠান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে বেনুবন বৌদ্ধ বিহারকে। বুদ্ধ জয়ন্তীতে এবছর সামাজিক কর্মসূচীও হাতে নেওয়া হয়েছে।
প্রথম দিন সকালে আগরতলা আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হবে। বিকালে কচিকাঁচাদের নিয়ে হবে বসে আঁকো প্রতিযোগিতা। দ্বিতীয় দিন সকালে হবে প্রভাত ফেরী। দ্বিতীয় দিনের বিকেলের অনুষ্ঠানে থাকবেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।