জনতার কলম ওয়েবডেস্ক :- বিহার বিধানসভা নির্বাচনের ভোটসূচি ঘোষণার পরও রাজ্যরাজনীতিতে শাসক এনডিএ ও বিরোধী মহাজোটের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত হয়নি। দুই জোটের শরিক দলগুলো এখন পৃথক বৈঠক করে কৌশল নির্ধারণ ও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত।
আজ পাটনায় রাজ্য বিজেপি কার্যালয়ে দলীয় নির্বাচন কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ধর্মেন্দ্র প্রধান, রাজ্য সভাপতি ড. দিলীপ জৈসওয়াল, এবং নির্বাচন কমিটির সদস্যরা। আসন বণ্টন ও প্রার্থী নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আশা করা হচ্ছে, বেশিরভাগ আসনের প্রার্থী তালিকা আজই চূড়ান্ত হতে পারে।
এদিকে, এনডিএ শরিক জেডিইউ-এর জাতীয় সভাপতি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দলীয় প্রার্থী তালিকায় চূড়ান্ত সংশোধন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
বিরোধী মহাজোটের পক্ষেও ব্যস্ততা কম নয়। কংগ্রেস আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক করবে, যেখানে বিহার নির্বাচনে দলটির আসন ভাগ ও প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে। বিহার প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রাজেশ রাম জানান, কোন কোন আসন কংগ্রেসের ভাগে আসতে পারে, তা নিয়ে চূড়ান্ত আলোচনাও চলছে।
রাজদ এবং অন্যান্য জোটসঙ্গীদের সঙ্গেও আসন বণ্টন নিয়ে সক্রিয় আলোচনা চলছে। গতকাল আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবের সভাপতিত্বে মহাজোটের নির্বাচনী সমন্বয় কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর সিপিআই সাধারণ সম্পাদক ডি. রাজা জানান, আসন বণ্টন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একইসঙ্গে সিপিআই(এমএল) নিজেদের জন্য সম্মানজনক সংখ্যক আসন দাবিও জানিয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কুমার পারভেজ বলেন, গত বিধানসভা নির্বাচনে দলের ভালো পারফরম্যান্সের কথা বিবেচনা করে এ বারও যথাযথ ও সম্মানজনক আসন বণ্টনের দাবি তাদের।