Site icon janatar kalam

বিহার নির্বাচনে এনডিএ–র প্রচণ্ড জয়, ভোটারদের ধন্যবাদ জানালেন নীতীশ কুমার

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহার বিধানসভা নির্বাচন ২০২৫–এ এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে রাজ্যের সকল ভোটারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “ভোটারদের দেওয়া এই আস্থা ও আশীর্বাদ আমাদের সরকারকে আরও শক্তিশালী করেছে। রাজ্যের সকল সম্মানিত নাগরিককে আমার নमन এবং হৃদয় থেকে ধন্যবাদ।”

নীতীশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁর সহযোগিতা ও নেতৃত্বে বিহারের উন্নয়ন আরও গতিমান হবে। একই সঙ্গে তিনি এনডিএ শরিকদের— চিরাগ পাসওয়ান, জীতন রাম মাঞ্জি এবং উপেন্দ্র কুশওয়াহাকে— তাদের একজোট লড়াই ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

Exit mobile version