Site icon janatar kalam

বিহার অপমান ইস্যুতে রাহুল গান্ধিকে ক্ষমা চাইতে হবে: শাহনাওয়াজ হুসেইন

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধির যাত্রা ঘিরে বিতর্ক আরও তীব্র হচ্ছে। বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সাইয়দ শাহনাওয়াজ হুসেইন বৃহস্পতিবার পাটনায় এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধিকে সরাসরি আক্রমণ করেন।

তিনি অভিযোগ করে বলেন, “রাহুল গান্ধির যাত্রা ব্যর্থ হয়েছে। তাই তিনি তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনকে ডেকেছেন। অথচ এঁরাই বিহারিদের অপমান করেছেন। বিহারের মানুষের কাছে তিনি কী বার্তা দিতে চাইছেন?”

শাহনাওয়াজ আরও বলেন, “যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, যে ধরনের গালি দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে, তার জন্য রাহুল গান্ধির ক্ষমা চাওয়া উচিত। বিহারের মানুষ নরেন্দ্র মোদিকে ভালোবাসেন এবং তাঁর অপমান মেনে নেবেন না।”

অন্য বিজেপি নেতাদের অভিযোগ

বিজেপি শুধু শাহনাওয়াজেই থেমে থাকেনি।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির উচিত বিহারবাসীর কাছে ক্ষমা চাওয়া, কারণ তারা রেভন্ত রেড্ডিকে যাত্রায় মঞ্চে ডেকেছেন—যিনি একসময় বিহারিদের ডিএনএ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।

বিজেপি নেতা কে. অন্নামলাই সামাজিক মাধ্যমে এম.কে. স্টালিন ও ডিএমকে নেতাদের পুরনো মন্তব্যের ভিডিও শেয়ার করে বলেন, “স্টালিন যদি সাহসী হন, তবে রাহুল গান্ধির মঞ্চে দাঁড়িয়ে আবার একই কথা বলুন।”

অন্যদিকে, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও জেডিইউ রাজ্য সভাপতি উমেশ কুশওয়া-ও রেভন্ত রেড্ডি ও প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে বিহারবাসীদের অপমানের অভিযোগ তুলেছেন।

রাজনৈতিক বার্তা!

বিহার রাজনীতিতে নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে সামনে রেখে বিজেপি নেতারা একজোট হয়ে কংগ্রেস ও মিত্র শিবিরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। বিজেপির দাবি—ভাষার শালীনতা ভেঙে প্রধানমন্ত্রীকে অপমান করার চেষ্টা হচ্ছে, যা বিহারের মানুষ কোনোভাবেই মেনে নেবেন না।

Exit mobile version