Site icon janatar kalam

বিহারে ২৫ লাখ মহিলাকে ২,৫০০ কোটি টাকা বিতরণ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র আওতায় ২৫ লাখ মহিলা উপভোক্তাদের মধ্যে ২,৫০০ কোটি টাকা বিতরণ করেছেন। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে চালু হওয়া এই প্রকল্পটি রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই প্রকল্পের অধীনে প্রতিটি মহিলা উপভোক্তাকে প্রাথমিকভাবে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। রাজ্য সরকার ঘোষণা করেছে, যদি উপভোক্তারা সফলভাবে স্বনির্ভর উদ্যোগ বা ছোট ব্যবসা পরিচালনা করতে পারেন, তবে তারা অতিরিক্ত সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হবেন।

এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকার ১ কোটি ৪০ লক্ষাধিক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, যাদের ‘জীবিকা দিদি’ নামে পরিচিত, তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

Exit mobile version