জনতার কলম ওয়েবডেস্ক :- বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়ন প্রক্রিয়া জোরকদমে চলছে। মোট ১২২টি বিধানসভা আসনে প্রার্থীরা মনোনয়ন জমা দিচ্ছেন। আগামীকাল এই দফার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ই নভেম্বর, যা রাজ্যের ২০টি জেলায় ১২২টি কেন্দ্র জুড়ে হবে। প্রার্থীরা আগামী ২৩শে অক্টোবর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
এদিকে, প্রথম দফার নির্বাচনের (১২১টি আসন) মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখও আগামীকাল।
রাজ্যে ভোটের প্রচার ততদিনে আরও গতি পাচ্ছে। বিজেপি ও জেডিইউ (জনতা দল ইউনাইটেড) ইতিমধ্যেই তাদের তারকা প্রচারকদের ময়দানে নামিয়েছে। ধারণা করা হচ্ছে, দীপাবলির পর থেকেই প্রচারের তীব্রতা আরও বাড়বে।
অন্যদিকে, নির্বাচনে অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে। রাজ্যের পুলিশ, আয়কর দফতর ও এক্সসাইজ বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী জব্দ করেছে।
নির্বাচনী আচরণবিধি জারির পর থেকে (৬ অক্টোবর) এখন পর্যন্ত প্রশাসন জব্দ করেছে—
নগদ টাকা প্রায় ২.৭৩ কোটি টাকা,
মদ ও মাদকদ্রব্য প্রায় ৩৮ কোটি টাকারও বেশি,
মূল্যবান ধাতু ৫ কোটি টাকার,
এবং ভোটারদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে রাখা ১২ কোটি টাকার উপহার ও সামগ্রী।
রাজ্যের প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভোটকে স্বচ্ছ ও অর্থবিহীন রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।