জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারে নতুন এনডিএ নেতৃত্বাধীন সরকার গঠনের প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক নড়াচড়া আরও জোরদার হয়েছে। পাটনার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারি বাসভবন এখন রাজনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েক ঘণ্টায় বিভিন্ন দলের নেতাদের সঙ্গে একাধিক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নিত্যানন্দ রায়, উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা এবং রাষ্ট্রীয় লোক মোরচা (আরএলএম) সভাপতি উপেন্দ্র কুশওয়াহা। আগামী সরকার গঠন ইস্যুতে বিস্তারিত আলোচনা হয় বলে সূত্রের খবর।
এদিকে, এনডিএ জোটের বিভিন্ন শরিক দলের বিধানমণ্ডলীয় দলগুলোর বৈঠক আজই অনুষ্ঠিত হওয়ার কথা। হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) এবং রাষ্ট্রীয় লোক মোরচা (আরএলএম)-এর বিধায়ক দলনেতা নির্বাচনের প্রক্রিয়াও আজ সম্পন্ন হবে।
জেডিইউ তাদের সদ্য নির্বাচিত ৮৫ জন বিধায়ককে পাটনায় ডেকেছে। আজই দলের বিধানমণ্ডলীয় দলের বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে নীতীশ কুমারকে পুনরায় দলনেতা হিসেবে নির্বাচিত করা হবে বলে রাজনৈতিক মহলের অনুমান।
অন্যদিকে, বিজেপির বিধায়ক দলীয় বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। এনডিএ-র সব শরিক দলের পৃথক বৈঠকে দলনেতা নির্বাচনের পর ২০২ জন নবনির্বাচিত এনডিএ বিধায়কের যৌথ সভা হবে। সেই সভায় নির্বাচিত হবে এনডিএ বিধানমণ্ডলীয় দলের নতুন নেতা। এরপর বিধায়কদের সমর্থনপত্রসহ সরকার গঠনের দাবি রাজ্যপালের কাছে পেশ করা হবে।
আগামীকাল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে বর্তমান মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করা হবে। এর পরই রাজ্যে নতুন সরকার গঠনের পথ আনুষ্ঠানিকভাবে প্রশস্ত হবে।

