Site icon janatar kalam

বিহারের পর এবার বাংলা টার্গেট, ত্রিপুরার অভিজ্ঞ নেতাদের মাঠে নামাল বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠন আরও শক্তিশালী করতে উত্তর-পূর্বাঞ্চলের শক্ত ঘাঁটি ত্রিপুরার অভিজ্ঞ নেতৃত্বকে মাঠে নামাল বিজেপি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে প্রায় ২০ জন সিনিয়র নেতা ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে যুক্ত হলেন।

শনিবার কলকাতায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে নেতাদের দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হয়। দলীয় সূত্রে খবর, প্রত্যেক নেতাকে নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে বুথ স্তর পর্যন্ত সংগঠন মজবুত করা যায়। কয়েকজন নেতাকে একাধিক কেন্দ্রের দায়িত্বও দেওয়া হয়েছে। বিহারে সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের পর পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারে বিজেপির তৎপরতা আরও বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ, পঞ্চায়েতমন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক ভগবান দাস, সুশান্ত দেব, শম্ভু লাল চাকমা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত ও পাপিয়া দত্ত প্রমুখ। দলীয় সূত্রে জানা গেছে, প্রতিমা ভৌমিক, অভিষেক দেব রায়, নবদল বণিক, সুশান্ত দেব ও ভগবান দাস—এই পাঁচ নেতাকে সাতটি করে বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদের এক-একটি কেন্দ্রের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গই দলের প্রধান রাজনৈতিক লক্ষ্যস্থল। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও বিপ্লব কুমার দেব ইতিমধ্যেই রাজ্যে প্রচারে সক্রিয় রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও রাজ্য সফর শুরু হয়েছে। প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা দেশের বিভিন্ন প্রান্তের নেতাদের বাংলায় বেশি করে সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ত্রিপুরার নেতাদের বাংলায় পাঠানো শুধু প্রতীকী পদক্ষেপ নয়। পাশ্ববর্তী রাজ্যের অভিজ্ঞ ক্যাডারদের কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল স্তরে সংগঠন আরও মজবুত করাই বিজেপির মূল কৌশল। সংশ্লিষ্ট নেতারা আগামী দিনে নিজেদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলিতে নিয়মিত সফর করবেন, জনসংযোগ কর্মসূচি নেবেন এবং কর্মীদের উজ্জীবিত করার কাজ করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

Exit mobile version