Site icon janatar kalam

বিসিবি নির্বাচনে অংশ নেবেন আমিনুল ইসলাম বুলবুল

জনতার কলম ওয়েবডেস্ক:- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসন্ন বোর্ড নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে তিনি শুধুমাত্র নির্বাচনের আয়োজনের দায়িত্বে ছিলেন, তবে পরে মত বদলে এবার নিজেও পরিচালক পদে লড়বেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের বুলবুল বলেন,“দেশের ক্রিকেটের প্রয়োজনে আরও কাজ করতে চাই। ইনশাআল্লাহ, আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন করব এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করব।”তিনি আরও জানান, বিসিবি সভাপতি সরাসরি নির্বাচিত হন না। আগে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়, এরপর তারাই সভাপতি নির্বাচন করে।

 

বিসিবি নির্বাচনী কাঠামো:

ক্যাটাগরি-১: ঢাকাভিত্তিক ৭৬ জন কাউন্সিলর ১২ জন পরিচালক নির্বাচন করেন।

ক্যাটাগরি-২: ৮ বিভাগ ও ৬৪ জেলার প্রতিনিধি মিলে ১০ জন পরিচালক নির্বাচিত হন।

ক্যাটাগরি-৩: ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হন ২ জন পরিচালক।

এইভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। পরবর্তীতে তারাই বিসিবি সভাপতি নির্বাচন করেন।

 

প্রক্রিয়া অনুযায়ী:

নির্বাচনের ৩০ দিন আগে কাউন্সিলর মনোনয়নের নোটিশ দিতে হবে।

নির্বাহী কমিটি গঠিত নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা, ভোটার তালিকা চূড়ান্ত এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।

উল্লেখ্য, সর্বশেষ বিসিবি নির্বাচন হয়েছিল ৬ অক্টোবর ২০২১। নিয়ম অনুযায়ী পরবর্তী নির্বাচন ৭ অক্টোবর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

 

Exit mobile version