জনতার কলম ওয়েবডেস্ক :- বিষমদ খেয়ে তেলেঙ্গানায় অসুস্থ অন্তত ৫৮! এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন একাধিক গ্রামের বাসিন্দারা। অনেকেই ওই মদ খাওয়ার পর অস্বাভাবিক আচরণ শুরু করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। গত বছর তামিলনাড়ুতে বিষমদ খেয়ে মৃত্যু হয় ৫৫ জনের।
জানা গিয়েছে, আঙ্কোল টান্ডা, দুরকি এবং দামারঞ্চা গ্রামে সব চেয়ে অসুস্থ হয়েছেন। আক্রান্তদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য বাঁশওয়াড়া এবং নিজামবাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনার পর তদন্তে নেমেছে তেলেঙ্গানার আবগারি বিভাগ।
ওই গ্রামগুলোতে যে মদের দোকান রয়েছে, সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। সাব-কালেক্টর কিরণময়ী বিষয়টি নিজে তদারকি করছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রাথমিকভাবে যারা ভেজাল মদ বিক্রির সঙ্গে জড়িত সেই দোকানগুলোর লাইসেন্স বাতিল করার নির্দেশও দিয়েছেন তিনি। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা চলছে অসুস্থদের। গ্রামবাসীরা বলছেন, অনেকেই মদ খাওয়ার পর অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। যা দেখে ভয় পেয়ে যান সকলে। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।