Site icon janatar kalam

ইউক্রেন দখলের প্রস্তুতি রাশিয়ার

জনতার কলম প্রতিনিধিঃ- ইউক্রেন দখলের জন্য ইতিমধ্যেই সীমান্তে ৪০ শতাংশেরও বেশি রাশিয়ান সেনা মোতায়েন করা হয়েছে, এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা আধিকারিক। ওই আধিকারিক বলেন, রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে ইতিমধ্যেই সেনা মোতায়েনের কাজ শুরু করেছে। প্রায় ১ লক্ষ ৫০ হাজার সেনা মোতায়েন করেছে বলে দাবি ওই আধিকারিকের। এক রিপোর্টে বলা হয়েছে, মস্কো ইউক্রেন সীমান্তের কাছাকাছি ১২৫টি ব্যাটেলিয়নের দল রেখেছে। যা আগে ৬০টি ছিল। তাছাড়া ২০২১-এর নভেম্বরে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা যায়, ট্যাঙ্ক, যুদ্ধ সরঞ্জাম নিয়ে ইউক্রেন সীমান্তে অবস্থান করছে ১ লক্ষের বেশি রুশ সেনা। সেনা না সরালে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হবে বলে সেই সময় রাশিয়াকে হুঁশিয়ারি দেন বাইডেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিরাপত্তাজনিত কারণ দেখান। ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হলে এবং মধ্য ও পূর্ব ইউরোপ থেকে সেনা না সরালে, তাঁরাও সেনা সরাবেন না বলে জানিয়ে দেন পুতিন। এদিকে কৃত্রিম উপগ্রহ সংস্থা ম্যাক্সার জানিয়েছে, তিন দিক থেকে প্রায় ১ লক্ষ ৫০ হাজার সেনা মোতায়েন করে ইউক্রেনকে ঘিরে রেখেছে রাশিয়া। তার ছবি ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহে। তবে আক্রমণের প্রস্তুতি চলছে কি না, তা নিশ্চিত ভাবে জানাতে পারেনি তারা।

Exit mobile version