জনতার কলম প্রতিনিধিঃ- রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রেশ কাটার আগেই পড়শি দেশ সিরিয়া আক্রমণ করেছে ইসরায়েল। সুত্রে জানা গেছে সিরিয়ার আকাশসীমায় ঢুকে বিভিন্ন সেনাঘাঁটিতে বিমানে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় সিরিয়ার পাঁচজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।এদিন সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’ জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি বিমান সিরিয়ায় প্রবেশ করে হামলা চালায়। এই হামলায় তিনি মাসয়াফে সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্রের ডিপো এবং ইরানি মিলিশিয়া অবস্থানগুলিকে আক্রমণ করে। হামলায় ইসরায়েলি বিমান বাহিনী অন্তত আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ হামলায় পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলেও জানা গেছে।