Site icon janatar kalam

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন রনিল বিক্রমেসিঙ্ঘে

জনতার কলম প্রতিনিধি : বর্তমানে অর্থনৈতিক সঙ্কট ঘিরে বিক্ষোভে অগ্নিগর্ভে পরিণত হওয়া শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন রনিল বিক্রমেসিঙ্ঘে। শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমেসিঙ্ঘে পাঁচবারের প্রাক্তন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। বুধবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন রনিল। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে গত সোমবার পদত্যাগ করার পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন রনিল। প্রেসিডেন্ট গোতাবায়া নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করলেও দেশটির বর্তমান অচলাবস্থা শিগগিরই কাটছে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Exit mobile version