জনতার কলম প্রতিনিধিঃ- রুশ সেনারা মাতৃভূমির ভবিষ্যৎ রক্ষায় ইউক্রেনের সাথে লড়াই করছে বলে দাবি রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের। সোমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ৭৭তম বার্ষিকীতে বিজয় স্মরণে দেওয়া ভাষণে এই কথা বলেন পুতিন। তাছাড়া সোমবারের ভাষণে ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয়দের ফ্যাসিস্ট বলেছেন। এ ছাড়া নব্য নাৎসিদের হাতে কিয়েভের গণতান্ত্রিক সরকার পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি।