Site icon janatar kalam

জাপানে তীব্র ভূমিকম্প , জারি সুনামির সতর্ক বার্তা

জনতার কলম,ত্রিপুরা, ওয়েব ডেস্ক : শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের রাজধানী টোকিও। দেশের উত্তর পূর্ব দিকে জারি হয়েছে সুনামির সতর্কবার্তা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২।আমেরিকা জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুসারে কম্পনের মাত্রা রিখটার স্কেল অনুযায়ী ৭.২।ভূ-পৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার বা ৩৭ মাইল গভীরে ছিল কম্পনের কেন্দ্র। জাপানের শহর ইশিনোমাকি থেকে ৩৪ কিলোমিটার দূরে শুরু হয় কম্পন। জাপানের সংবাদ সংস্থা তরফে খবর, মিয়াগি উপকূলের কাছাকাছিই এই কেন্দ্রস্থল। এই ভূমিকম্পের ফলে শহরের একাধিক বাড়িতে ফাটল দেখা যায়।২০১১ সালের ভূমিকম্পে এই উপকূলের বড় ক্ষতি হয়েছিল। এবারও এই উপকূলেই জারি হয়েছে সতর্ক বার্তা। সমুদ্রে স্নান করতে বা কোনওরকম ক্রিয়াকলাপ বন্ধ করতে বলা হয়। এলাকারয় বন্ধ করে দেওয়া হয় স্কুল। রাস্তায় ট্রাফিক জ্যাম এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়।

Exit mobile version