Site icon janatar kalam

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

জনতার কলম ওয়েবডেস্ক :- দুই মাসের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান।রবিবার সকালে জোরাল কম্পন অনুভূত হয় পাকিস্তান, কাশ্মীর ও দিল্লি-এনসিআরেও। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের উত্‍সস্থল আফগানিস্তানের ফৈয়াজবাদের দক্ষিণ-পূর্ব থেকে ৭০ কিলোমিটার দূরে। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান, শ্রীনগর এবং জম্মু-কাশ্মীরের পুঞ্চ, দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়েও।

উল্লেখ্য, চলতি বছরে মার্চ মাসেও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প হয়। এমনকী দিল্লি-সহ উত্তর ভারত ও পাকিস্তানেও সেই কম্পন অনুভূত হয়। মার্চ মাসে ভূমিকম্পে পাকিস্তানের ১১ জনের মৃত্যু হয়েছিল।

Exit mobile version