Site icon janatar kalam

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

জনতার কলম ওয়েবডেস্ক :- নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সোমবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় ১২টা ৪২ মিনিটের দিকে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য মতে, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির উপকূল থেকে প্রায় ৫০০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত কেরমাডেক দ্বীপ চিল ভূমিকম্পের উত্‍পত্তিস্থল।ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। শক্তিশালী ওই ভূমিকম্পের কয়েক মিনিটের ব্যবধানে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এ দুটি কম্পনের পরও নিউজিল্যান্ডে সুনামির কোনো হুমকি নেই বলে জানিয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এবং জিএনএস সায়েন্স। তবে সুনামি পর্যালোচনার জন্য অপেক্ষা না করে উপকূলের কাছাকাছি সমস্ত বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।তবে যেসব উপকূলে ভূমিকম্প এক মিনিটেরও বেশি সময় ধরে অনুভূত হয়েছিল সেসব জায়গা থেকে অবিলম্বে বাসিন্দাদের সরে আসতে বলেন তারা।ভূমিকম্প এতোটাই শক্তিশালী ছিল যে, অনেকেই দাঁড়িয়ে থাকতে পারছিলেন না।

Exit mobile version