Site icon janatar kalam

বাংলাদেশে ফের হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা,বাংলাদেশ হিন্দু পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রকাশ

জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশে আবারো মন্দির ভাঙচুরের ঘটনা। ঘটনা ঘটে শুক্রবার বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৩নং সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চিংড়িখালী গ্রামের বাসিন্দা সাতীন্দ্র নাথ বৈদ্যের বাড়ির শত বছরেরপুরানো মন্দিরে। বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাএডভোকেট সুমন কুমার রায় সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবিসহ ঘটনার বিবরণে লিখেছেন,’গত ১০/০৩/২৩ বিকাল ৫:০০ টা নাগাদ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় চিংড়াখালীতে একটি মন্দির ভাঙচুর করা হয়েছে।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৩ নং সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চিংড়াখালী গ্রামের সনাতন ধর্মাবলম্বী সতিন্দ্রনাথ বৈদ্যর শত বছরের পুরানো পারিবারিক মন্দির সংস্কার করে পুনরায় নির্মাণ করার সময় ৩ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মাছুদ রহমানের উপস্থিতে রাবেয়া খাতুন,রহিম শেখ, করিম শেখ কতৃক ভাঙচুরের জঘন্য ঘটনা ঘটে ।’তিনি জানান, সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, এমপি ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্যামনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি কিরন শংকর চট্টোপাধ্যায়, বাংলাদেশ হিন্দু পরিষদের শ্যামনগর উপজেলার উপদেষ্টা রনজিত্‍ দেবনাথসহ বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা নেতৃত্ববৃন্দ তাত্‍ক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি লিখেছেন,বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক মনদ্বীপ মন্ডল এই জঘন্য ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । প্রশাসনের হস্তক্ষেপে কামনা করে ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাই।
বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

Exit mobile version