Site icon janatar kalam

সিরিয়াকে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ঋণ দেওয়ার প্রস্তাব ভারতের

জনতার কলম ওয়েবডেস্ক :- একটি বিদ্যুত্‍ কেন্দ্র এবং একটি ইস্পাত কেন্দ্র নির্মাণের জন্য সিরিয়াকে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। সিরিয়ার রাজনৈতিক-মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেন, “ভারত একটি বিদ্যুত্‍ কেন্দ্র ও একটি ইস্পাত কারখানা নির্মাণের জন্য সিরিয়াকে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের লাইন অব ক্রেডিট অফার করেছে।২০২১ সালের অক্টোবরে দামেস্কে একটি নেক্সট-জেন সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি স্থাপন করা হয়। সিরিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন শাখায় অধ্যয়নের জন্য প্রায় ১৫০০ টি বৃত্তি প্রদান করা হয়েছে, যার মধ্যে চলতি শিক্ষাবর্ষে ২০০ টি বৃত্তি রয়েছে।”

Exit mobile version