Site icon janatar kalam

বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্যোগে আগরতলায় পঞ্চ পরিবর্তন জাগরন যাত্রা অনুষ্ঠিত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের অখিল ভারতীয় কার্যক্রম অনুসারে বুধবার আগরতলায় পঞ্চ পরিবর্তন জাগরন যাত্রা অনুষ্ঠিত হলো। একইসাথে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য উপযোগী দৌড় প্রতিযোগিতা।

রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয় এই পঞ্চ পরিবর্তন জাগরন যাত্রা এবং দৌড় প্রতিযোগিতা। তুলসী পূজন দিবস কে সামনে রেখে বুধবার থেকে দেশব্যাপী সংস্কার সপ্তাহ কার্যক্রম হাতে নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল। এই উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল বুধবার থেকে রাজ্যে দুটি কর্মসূচি শুরু করেছে।

এই দুটি কর্মসূচি হল পঞ্চ পরিবর্তন জাগরন যাত্রা এবং খেলো কবাডি প্রতিযোগিতা। বুধবার সকালে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয় পঞ্চ পরিবর্তন জাগরন যাত্রা। একই সাথে শুরু হয় স্বাস্থ্য উপযোগী দৌড় প্রতিযোগিতা। এদিন এর উদ্বোধন করেন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের নেতৃবৃন্দ।

এই কর্মসূচি প্রসঙ্গে বজরং দলের ত্রিপুরা প্রান্তের সংযোজক টুটন সাহা জানান, যুবসমাজের মধ্যে সাহসী মনোভাব তৈরি করার লক্ষ্যেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির পাশাপাশি খেলো কবাডি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

এদিন পঞ্চ পরিবর্তন জাগরন যাত্রা এবং স্বাস্থ্য উপযোগী দূর প্রতিযোগিতা রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে সমাপ্ত হয়। এদিকে বুধবার থেকেই রাজ্যব্যাপী খেলো কবাডি প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল। গ্রাম থেকে ব্লক, ব্লক থেকে জেলা এবং জেলা থেকে রাজ্যস্তরে অনুষ্ঠিত হবে এই খেল কাবাডি প্রতিযোগীতা।

Exit mobile version