জনতার কলম আগরতলা প্রতিনিধি:- সোমবার বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজন করা হলো ব্যাপক পদযাত্রা। দ্য ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট, ত্রিপুরা শাখা এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স-এর যৌথ উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়। মূল লক্ষ্য– সাধারণ মানুষকে ফিজিওথেরাপির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা।
পদযাত্রাটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পথ ধরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এগিয়ে যায়। এই সময় উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ, দ্য ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার মুখ্য উপদেষ্টা সুজিত রায়, সংস্থার সভাপতি, সম্পাদক সহ ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স-এর ছাত্রছাত্রীগণ।
সংস্থার এক কর্মকর্তা জানান, “শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। বর্তমান সমাজে এখনও অনেকেই ফিজিওথেরাপির কার্যকর ভূমিকা সম্পর্কে অজ্ঞ। আমাদের এই পদযাত্রার উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে এই বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের জানানো যে শারীরিক সুস্থতা ও জীবনযাত্রার মান উন্নয়নে ফিজিওথেরাপি কতটা সহায়ক।”
এই পদযাত্রা সামাজিক সচেতনতা মূলক উদ্যোগ হিসেবে গণ্য করা হয়েছে। আগামীতে আরও বেশি জনসাধারণকে ফিজিওথেরাপির ব্যাপারে জানাতে নিয়মিতভাবে এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ সংশ্লিষ্ট সংগঠনগুলো।