Site icon janatar kalam

বিশ্ব ট্রমা ডে উপলক্ষে জরুরি চিকিৎসা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ জে.পি. নাড্ডার

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্ব ট্রমা ডে উপলক্ষে সারা দেশে দুর্ঘটনা ও আঘাতজনিত মৃত্যুর হার কমাতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে.পি. নাড্ডা। তিনি বলেন, প্রতিবছর অসংখ্য মানুষ দুর্ঘটনা ও আঘাতের কারণে প্রাণ হারান, তাই এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় শক্তিশালী জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা ও জনসচেতনতার প্রয়োজনীয়তা।

মন্ত্রী আরও জানান, দেশজুড়ে ট্রমা কেয়ার সেন্টার ও বার্ন ইউনিট (পোড়া রোগীদের জন্য বিশেষ বিভাগ) গড়ে তোলার ক্ষেত্রে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জাতীয় ট্রমা ও বার্ন ইনজুরি প্রতিরোধ ও ব্যবস্থাপনা কর্মসূচি-র (National Programme for Prevention and Management of Trauma and Burn Injuries) মাধ্যমে বিভিন্ন রাজ্যে প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়তা দেওয়া হচ্ছে।

এবারের বিশ্ব ট্রমা ডে-এর মূল প্রতিপাদ্য — “Building a Safer Future with Trauma Care” বা “ট্রমা কেয়ারের মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা”।

মন্ত্রী জে.পি. নাড্ডা জানান, সরকারের লক্ষ্য হলো ট্রমা কেয়ারের নেটওয়ার্ক আরও শক্তিশালী করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া, যাতে দুর্ঘটনার পর প্রাণহানির হার উল্লেখযোগ্যভাবে কমানো যায়।

Exit mobile version